
চলতি বছরের শুরু থেকে চট্টগ্রামে হু হু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগির সংখ্যা। তাছাড়া জেলাটিতে গত ২৬ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। তবে আক্রান্তের চেয়ে মৃত্যুর সংখ্যা অনেকটা কম বন্দরনগরী চট্টগ্রামে। গত ২৬ দিনে চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসের করোনা শনাক্তের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৬ দিনে (জানুয়ারি) চট্টগ্রামে এখন পর্যন্ত ১৪ হাজার ৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে, যেখানে প্রতিদিন গড় হিসাব করলে ৫৩৮ জন। অন্যদিকে গত ২৬ দিনে নমুনা পরীক্ষার তুলনায় চট্টগ্রামে শনাক্তের হার ২৫ দশমিক ৪৮ শতাংশ। যা ডিসেম্বরে ছিলো শূন্যের নিচে। চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো তথ্যের মতে গত ২৬ দিনে ৫৪ হাজার ৯৩৬টি নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রামে। অধ্যদিকে গত ডিসেম্বর মাসে নমুনা পরীক্ষা করা হয় ৪৪ হাজার ১০৬টি যেখানে মোট ২৩৫ জন করোনা আক্রান্ত রোগির সাথে মৃত্যুবরণ করেছিলো ৮ জন।