
কড়া নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়।ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। বহুল আলোচিত এ নির্বাচনে প্রার্থী হয়েছেন খল অভিনেতা খ্যাত তারকা অভিনেতা ডিপজল। মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন তিনি। শুক্রবার সকালে ভোট গ্রহণের শুরুতেই নিজের ভোট দিয়েছেন ডিপজল। এরপর ডিপজল গনমাধ্যমকে বলেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর। আরাম পাচ্ছি। বাইরের লোক নেই। শিল্পীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন সকাল থেকেই। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।
নির্বাচনে আসা প্রসঙ্গে ডিপজল আরো বলেন, ‘চলচ্চিত্রের মানুষের জন্য সবসময় কাজ করেছি। আগামীতেও করবো। সেই কাজটি আরও সুন্দরভাবে করার জন্যই নির্বাচন করা।’ এই অভিনেতা গতবারের নির্বাচনেও মিশা-জায়েদ প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন। দাঁড়িয়েছিলেন সহসভাপতি পদে। জয়ও পেয়েছিলেন। এবারও তিনি একই পদে নির্বাচন করছেন। তাদের প্যানেল থেকে সহসভাপতি পদে।