
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাহিন টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লাগার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ ২৯শে জানুয়ারি (শুক্রবার) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মহাসড়কের পাশে মদনপুরে অবস্থিত জাহিন টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি তীব্র যানজটের কারণে বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
এইদিকে আগুন এখনো নিয়ন্ত্রণে না আসায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে বলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানায়, জাহিন গার্মেন্টের আগুন এখনো নিয়ন্ত্রণে না আসায় মদনপুর অংশে এখন গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার। আশা করি আগুন নিয়ন্ত্রণে এলেই যানজট কমে যাবে।