
জাহেদুল হক, নিজস্ব প্রতিনিধিঃ
চলছে পবিত্র রমজান মাস, সেই সাথে মহামারী করোনা ভাইরাস (COVID-19) এর তান্ডব। আয় নেই মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষদের। তাদের এই সংকটের দিনে এলাকার দারে দারে পৌঁছে দিচ্ছে রমজানের সাহরী ও ইফতার সামগ্রী।
গত রবিবার ৩রা মে বাড়ি বাড়ি গিয়ে আয়বহির্ভূত গরিব অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সাহরী ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ কাউখালী গার্ডবাড়ি শাখার কর্মীরা।

বেতাগীর ৮নং ওয়ার্ডের কাউখালী গার্ডবাড়ী এলাকায় আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ কাউখালী গার্ডবাড়ি শাখার উদ্যোগে, এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ সহযোগিতায় এলাকার অসহায় গরিব দুঃস্থ ও খেটে খাওয়া মানুষদের মাঝে “ভালোবাসার পোটলা” নামের এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে তারা।
“ভালোবাসার পোটলা” নামের এই উপহার প্যাকেটে ছিল-চাউল, আলু, পিয়াজ, তেল, মুরগী ও লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
সংগঠনের সাধারন সম্পাদক এম.এ.আইয়ুব স্বাধীন বাংলা ৭১ চ্যানেলকে জানান, হযরত আল্লামা ইমাম গাজী শেরে বাংলা (রহ) স্মৃতি সংসদ এর পক্ষ হতে নোবেল করোনা ভাইরাসে ভুক্তভোগী কাউখালী গার্ডবাড়ী এলাকার খেটে খাওয়া দিনমজুর ও মধ্যবিত্ত অসহায় পরিবারের মাঝে প্রথম ধাপে ৬৫ টি পরিবারকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহরি ও ইফতার সামগ্রী “ভালোবাসার পোটলা” বিতরণ করছি। তাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‘ভালোবাসার পোটলা’ র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অত্র সংগঠনের সম্মানিত প্রবাসী উপদেষ্টা হাজী মোহাম্মদ নেজাম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন সিদ্দিকী মাষ্টার এতে সার্বিক তত্ত্বাবধায়ক হিসাবে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. এ. আইয়ুব সওদাগর।
এতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ নাছেরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাইফু উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ সাহেদ, কার্যকরী সদস্য মোহাম্মদ নেজাম, মোহাম্মদ ইব্রাহিম মানিক, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ তৈয়ুব আলী। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেল, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আব্দুল আলম, মোহাম্মদ জাহেদ প্রমুখ।