
মুহাম্মদ জাহেদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মত নিম্ন আয়ের দরিদ্র দেশের মধ্যে টানা প্রায় দু’মাসের মত লকডাউন চলছে, যার ফলে সাধারণ মানুষ হতে শুরু করে প্রতিটা শ্রেণি পেশার মানুষের মাঝে অসহায় ও মানবেতর দূর্যোগ নেমে এসেছে।
তাই এসব মানুষের পাশে দাঁড়াতে প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর আহবানে এবং সাথে সাথে রাংগুনিয়া উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাংগুনিয়ার প্রতিটা ইউনিয়নের হতদরিদ্র অসহায় গরীব কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে একটি জরুরী আহবান আসে।
এর প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাংগুনিয়া উপজেলা শাখার যৌত উদ্যোগে করোনা ভাইরাসের দূর্যোগে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দুঃখী, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর তরফ হতে গত ১লা মে ভালবাসার উপহার স্বরূপ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকার অনুদান প্রদান করা হয়।