
চট্টগ্রাম কর্ণফুলীর টোলপ্লাজা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নুরুদ্দিন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ নুরুদ্দিন (১৯) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ওয়াইজের পাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কর্ণফুলী থানাধীন শাহ্ আমানত সেতু টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। তবে এর চালক পালিয়ে গেছে। মৃতদেহ পুলিশ হেফাজতে আছে।