শুক্রবার, ০১ জুলাই ২০২২, ০১:০১ অপরাহ্ন
১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ-বর্ষাকাল | ২রা জিলহজ, ১৪৪৩ হিজরি
  • Home
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিভাগীয় সংবাদ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
  • অপরাধ দুর্নীতি
    • আইন আদালত
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • বিবিধ
  • দুর্ঘটনা
  • বিনোদন সংবাদ
  • দেশ জুড়ে
  • চট্টগ্রাম বিভাগ
    • পার্বত্য জেলা
    • রাঙ্গুনিয়া
    • রাউজান
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • ফিচার

দুই হাত নেই কিন্তুু সেই মিরাজ থেমে নেই

প্রকাশিত- শুক্রবার ১১ ফেব্রুয়ারি ২০২২, ৩৬ বার পড়া হয়েছে
  • এনামুল হক বাবু

মানুষের জন্মের পরে আল্লাহ্ হাত পা সব কিছু দিয়েই সৃষ্টি করেন কিন্তুু কিছু কিছু মানুষের ক্ষেএে হয় অন্য রকম কিছু তাঁদেরই একজন নাম মিরাজ যার জন্ম থেকেই দুটো হাত নেই। তবে তার হাত নেই তো হাতের কাজগুলো যে করা হয় না এমন না, তার হাতের কাজ গুলো সেই কারো সাহায্য ছাড়াই অনায়াশেই মিরাজ তার দুটো পা এর মাধ্যমে করে ফেলে। তার জন্ম হয় পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের এক দরিদ্র পরিবারে। মিরাজুল ইসলামের। তিন ভাই’বোনের মধ্যে ছোট মিরাজুল ইসলাম। জন্মের পর থেকেই তার দুটো হাত না থাকার পরও জীবন যুদ্ধে থেমে নেই মিরাজ। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় মাই টিভির “আমরাও পারি” নামের একটি অনুষ্ঠানে অংশ নেন মিরাজ।

মিরাজের পিতার নাম তোরাব আলী ও মায়ের নাম সূর্য খাতুন। তার বাবা-মা জানান, আমাদের দুই ছেলে ও এক মেয়ে, তাদের মধ্যে ছোট ছেলের জন্ম থেকেই দুটো হাত নেই। বিকলাঙ্গ হওয়ায় মিরাজকে অবহেলার সম্মুখীন হতে হয়েছে, এমনকি তাকে স্কুলেও ভর্তি করাতে রাজি ছিলেন না শিক্ষকরা, তার পরেও তার বোন বাঁশের কাঠি বানিয়ে দেন পা দিয়ে মাটিতে লেখার জন্য।

প্রথম প্রথম লিখতে পারতো না, আস্তে আস্তে মাটিতে লেখা শেখেন মিরাজুল ইসলাম। পরবর্তীতে পা দিয়ে লিখে যোগ্যতার প্রমাণ দিয়ে স্কুলে ভর্তি হন তিনি। দুটি হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে সব ধরনের কাজ করতে পারেন তিনি। গ্রামের অনেকেই তার জন্ম কে বৃথা বলে উপহাস করেছিল। তবে সেই মিরাজ তার মনের প্রবল ইচ্ছাশক্তি কে কাজে লাগিয়ে পড়াশোনা চালিয়ে যায়। মিরাজুল ইসলাম আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় থেকে ‘এ গ্রেট’ নিয়ে এসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি পাবনা জেলার সরকারি শহীদ বুলবুল কলেজ এর উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।

মানুষ যে কোন পর্যায়ে থেমে থাকেনা মিরাজ সেটাই প্রমাণ করার লক্ষ্যে আজ কিছুটা সফল হয়েছে। মিরাজ নিয়মিত টিভি চ্যানেল গুলোতে বিনোদন দিয়ে যাচ্ছেন এছাড়াও তার ব্যক্তিগত টাকায় এতিম ও অসহায় মানুষদের মাঝে নিরলস ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। যেখানে মিরাজের দুটো হাত নেই এর পরেও তিনি নিরলসভাবে মানুষের সহযোগিতায় নিজেকে নিয়োজিত করছেন।

মিরাজুল ইসলামের সাথে এই সব বিষয় নিয়ে কথা হলে তিনি গণমাধ্যমকে জানান, অসহায় মানুষের কষ্ট যেন আমাকে আঘাত করে, আমি বুঝতে পারি অসহায় মানুষের কষ্ট গুলো। আমি বুঝতে পারে অবহেলিত মানুষের কষ্ট, কেননা একটা সময় ছিল যখন আমি মানুষের কাছে অবহেলিত ছিলাম মানুষ আমাকে মেনে নিতে পারত না। কিন্তু তখন হাল না ছাড়ায় আজকে হয়তো আমি আমার জায়গা থেকে ভালো একটা জায়গায় অবস্থান করতে পেরেছি। হয়তো আমি আজকে মানুষের দোয়ায় ভালোবাসায় সফল হতে পেরেছি।

আমাদের সমাজে যারাই আমার মত রয়েছে সবার উচিত নিজেকে অসহায় মনে না করে নিজেকে দুর্বল মনে না করে প্রতিনিয়ত সফল হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। হয়তো আমার মত অনেক মিরাজ কারো পাত্তা পাচ্ছে না অনেকের কাছে অবহেলিত, আমি তাদের উদ্দেশ্যে বলব, আপনারা নিজেকে অসহায়-দুর্বল মনে না করে নিজেকে শক্তিশালী মনে করুন বেঁচে থাকার জন্য এবং মানুষকে দেখিয়ে দেয়ার জন্য। এমন কিছু করুন যাতে আপনার আমার মতো যারা রয়েছেন তারা বাঁচার জন্য আগ্রহ প্রকাশ করে।

জন্ম থেকেই হাতবিহীন মিরাজ, তবুও জেনো জীবন সংগ্রামে থেমে নেই তিনি। অক্লান্ত পরিশ্রম করে তিনি আজকে যারা তাকে অবহেলিত মানুষ বলে আখ্যায়িত করত তাদেরকে দেখিয়ে দিয়েছেন কেউ অবহেলিত না শুধু চেষ্টার ফলে সবকিছু সম্ভব হয়। মিরাজুল ইসলাম সবকিছুই নিজ থেকে করতে পারে, হাতের সব কাজ পা এর মাধ্যমে মিরাজ করে ফেলে। নামাজ পড়া, ব্রাশ করা যাবতীয় সবকিছুই মিরাজ নিজের মত করে করতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে তার বাবা-মায়ের সহযোগিতা প্রয়োজন হয়।

মিরাজ জানান, কাউকে কখনো ছোট করে দেখবেন না, মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। কেউ ইচ্ছা করে প্রতিবন্ধী হয় না, সবই আল্লাহর সৃষ্টি। আমাদের সমাজে এই মিরাজুল ইসলামের মত অনেকেই আছে যাদেরকে আমরা অবহেলা করি, কিন্তু এদের দরকার একটু সহানুভূতি আর ভালোবাসা, তাহলে এরা অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

মিরাজ কিছুদিন আগে এনটিভির রিয়েলিটি শো অনন্য প্রতিভা অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে তিনি ঢাকায় আসেন এরপর ঢাকায় অডিশন এ এসে হাত নেই পা দিয়ে ও তাঁর অভিনয় দিয়ে মানুষকে চমকে দিয়েছিলেন মিরাজ কিন্তুু কিছুটা অভিনয় বিচারকদের কাছে ভালো লাগে নাই দেখে এনটিভি রিয়েলিটি শো থেকে বিদায় নেন মিরাজুল ইসলাম। কিন্তুু তারপর ও থেমে নেই এই মিরাজ তিনি তার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও দিয়ে মানুষের মাঝে তুলে ধরেন সাহায্য মূলক ভিডিও গুলো এবং তাঁর ব্যাক্তিগত জীবনের চলাফেরা।তার ফেসবুক পেজে রয়েছে ৪লক্ষের ও বেশি অনুসারী লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও গুলো দেখে থাকে। তিনি জানান যে সাহায্য মূলক ভিডিও গুলো মানুষের মাঝে তুলে দরার কারণ হলো আমাকে দেখে যদি মানুষ কিছুটা শিখে এবং গরিব অসহায় মানুষের পাশে এসে দাড়ায় তাহলে গরিব অসহায় মানুষদের উপকার হবে এতেই তিনি খুশি থাকবেন।

0Shares
Same Categories More Post
  • তারুণ্যের চোখে বঙ্গবন্ধু

    • ১ বছর আগের
    • ১৮৩ বার পড়া হয়েছে

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অগ্রসর জাতিকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র দিয়ে গেছেন। ১৯২০ সালের ১৭ মার্চআরও পড়ুন...

  • করোনাকালীন ঈদ ভাবনা

    • ১ বছর আগের
    • ৪২৮ বার পড়া হয়েছে

    করোনাকালে আবার এসেছে ঈদ, বছরের সবচেয়ে খুশির দিন। কিন্তু এ ঈদের আনন্দ এবারও অনেকটাই ম্লান। গত দুই ঈদের পর এবারের ঈদকে ঘিরে নানাআরও পড়ুন...

  • নবীনদের অপেক্ষায় বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

    • ৯ মাস আগের
    • ৯৭ বার পড়া হয়েছে

    একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বলতেই চোখের সামনে ভেসে ওঠে হাজারো তারুণ্যের স্বপ্নময় মুখ। মূলত কলেজের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে একটি কাঙ্খিতআরও পড়ুন...

  • বই হোক নিত্যসঙ্গী

    • ১০ মাস আগের
    • ১১৮ বার পড়া হয়েছে

    বই আমাদের পরম বন্ধু। কেননা বইয়ের চেয়ে উত্তম কোনো বন্ধু কখনও হতে পারেনা। হাজারটি বন্ধুর চেয়ে একটি বই কিন্তু অনেক ভালো বন্ধু হয়েআরও পড়ুন...

  • করোনাভাইরাসের কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা মূলক প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ অর্গানাইজশন পরিবার

    • ২ বছর আগের
    • ১৭১ বার পড়া হয়েছে

    করোনাভাইরাস কি - করোনাভাইরাস হলো এক প্রকার দ্রুত সংক্রম ভাইরাস,যা মানবদেহ প্রবেশ পর শ্বাসতন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে।এমনকি মৃত্যুও হতে পারে। SARS-CoV-2=Severe Acuteআরও পড়ুন...

  • নারীর ভাবনায় নারী শিক্ষার্থীরা

    • ১ বছর আগের
    • ১৮৭ বার পড়া হয়েছে

    ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ অতি পরিচিত এই লাইন দুটি কাজী নজরুল তো কবেইআরও পড়ুন...

  • জাতীয় বিজয় বিতর্ক উৎসবে রানারআপ জবি

    • ২ বছর আগের
    • ১৫৬ বার পড়া হয়েছে

    ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের আয়োজনে জাতীয় বিজয় বিতর্ক উৎসব ২০২০ -এ বাজিমাত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)। উৎসবে রানার-আপ হওয়ার গৌরবআরও পড়ুন...

  • নারীর ভাবনায় বাংলা নববর্ষ

    • ১ বছর আগের
    • ১৮৭ বার পড়া হয়েছে

    ‘আইলো আইলো আইলোরে রঙে ভরা বৈশাখ আবার আইলোরে’- বৈশাখের চিরচেনা এই গানের মধ্য দিয়ে হাজির হয়েছে বাংলা বর্ষের নতুন বছর ১৪২৮। নববর্ষ বাঙালিরআরও পড়ুন...

  • সাবরিনা টুম্পার নতুন উপন্যাসের বই ” বেস্ট ফ্রেন্ড “

    • ১১ মাস আগের
    • ৩২৪ বার পড়া হয়েছে

    সাবরিনা টুম্পা, একজন নবাগত তরুণ লেখিকা। তার প্রথম বই "চৌকাঠ" কাব্যগ্রন্থ টি উৎসব প্রকাশন থেকে প্রকাশিত হওয়ার পর মাত্র ৬ মাসেই সে তারআরও পড়ুন...

  • পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ ক্যাম্পাসে ভ্রাতৃত্বের বন্ধনে প্রাণবন্ত ইফতার

    • ২ মাস আগের
    • ৩০ বার পড়া হয়েছে

    সাঈমা আক্তার, শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, সমাজবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা- রমজান মাস আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। মুসলিম উম্মার জন্যআরও পড়ুন...

top news
  • Weekly
  • Monthly
  • Yearly
  • সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজার জেয়ারতে যাচ্ছেন রাউজানবাসী

    • ১৩ ঘন্টা আগের
    • ১০৮ বার পড়া হয়েছে
  • নব নির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক বাবুলকে ফুলেল শুভেচ্ছা

    • ৫ দিন আগের
    • ২১ বার পড়া হয়েছে
  • আগামীকাল দেশে আসছে প্রবাসী শুক্কুর’র লাশ

    • ৪ দিন আগের
    • ২০ বার পড়া হয়েছে
  • মাধবপুরে কৃষ্ণপুরের ব্রিজটি না হওয়াতে বিকল্প কাঠের সেতু তৈরী করে যানচলাচলে উপযোগী করছেন এলাকাবাসী

    • ১ দিন আগের
    • ১৬ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় বঙ্গোপসাগরে নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ জালসহ ৭ জেলে গ্রেপ্তার

    • ৫ দিন আগের
    • ১২ বার পড়া হয়েছে
  • সলঙ্গার হাটিকুমরুলে ভূমির নায্য মুল্যের দাবীতে আলোচনা সভা

    • ১ দিন আগের
    • ১০ বার পড়া হয়েছে
  • ঘরে তৈরি কেক বিক্রি করে লক্ষ টাকা আয় সাথীর

    • ১৭ ঘন্টা আগের
    • ১০ বার পড়া হয়েছে
  • পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কাপ্তাইয়ে পুলিশের আনন্দ রেলি।

    • ৬ দিন আগের
    • ৭ বার পড়া হয়েছে
  • কাপ্তাইয়ে এমপির ঐচ্ছিক তহবিল হতে ২০ জনকে অনুদান প্রদান

    • ৪ দিন আগের
    • ৭ বার পড়া হয়েছে
  • উদ্বোধন হলো পদ্মা সেতু! নতুন উচ্চতায় দেশ

    • ৬ দিন আগের
    • ৭ বার পড়া হয়েছে
  • কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

    • ৪ দিন আগের
    • ৬ বার পড়া হয়েছে
  • উদ্বোধন হলো পদ্মা সেতু! অভিনন্দন জানালো বিশ্ব ব্যাংক

    • ৬ দিন আগের
    • ৬ বার পড়া হয়েছে
  • বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ!

    • ২ দিন আগের
    • ৬ বার পড়া হয়েছে
  • কাপ্তাই ইউনিয়ন আওয়ালীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    • ৬ দিন আগের
    • ৫ বার পড়া হয়েছে
  • কাপ্তাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ

    • ২০ ঘন্টা আগের
    • ৫ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় উপ-নির্বাচনকে ঘিরে বইছে উৎসবের আমেজ

    • ৩ সপ্তাহ আগের
    • ২৭২ বার পড়া হয়েছে
  • পরৈকোড়া ইউপি উপনির্বাচনে প্রকাশ্যে নৌকায় ভোট দিলেন বারখাইনের ইউপি সদস্য

    • ২ সপ্তাহ আগের
    • ১৩১ বার পড়া হয়েছে
  • চট্টগ্রাম নগর আওয়ামী রাজনীতিতে রাজাকার কন্যার অনুপ্রবেশ; তৃণমূলে ক্ষোভ!

    • ৩ সপ্তাহ আগের
    • ১২৮ বার পড়া হয়েছে
  • সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজার জেয়ারতে যাচ্ছেন রাউজানবাসী

    • ১৩ ঘন্টা আগের
    • ১০৮ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় উপনির্বাচনে আওয়ামীলীগের ২বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

    • ৪ সপ্তাহ আগের
    • ৫৪ বার পড়া হয়েছে
  • হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ)বার্ষিক ওরছ আজ, অপরূপ সাজে সজ্জিত

    • ২ সপ্তাহ আগের
    • ৪৩ বার পড়া হয়েছে
  • আল-গিফারী (রাঃ) আদর্শ দাখিল মাদ্রারাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    • ৩ সপ্তাহ আগের
    • ৪১ বার পড়া হয়েছে
  • পরৈকোড়া উপনির্বাচনে সুষ্ঠ নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

    • ৩ সপ্তাহ আগের
    • ৪১ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় ঋণে টাকায় কাঁকরোল ক্ষেত,রাতের আঁধারে কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৭ বার পড়া হয়েছে
  • আনোয়ারা পরৈকোড়া উপনির্বাচনে নৌকা প্রার্থীর জয়

    • ২ সপ্তাহ আগের
    • ৩৫ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় শিশু বলাৎকার, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে কারাগারে প্রেরণ

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৪ বার পড়া হয়েছে
  • রাঙ্গামাটি মেসার্স রজায়ী এন্টারপ্রাইজ শুভ উদ্বোধন

    • ৪ সপ্তাহ আগের
    • ৩২ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় মুজিবিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    • ৪ সপ্তাহ আগের
    • ৩২ বার পড়া হয়েছে
  • পুরুষের মর্নিং ইরেকশন উন্নত যৌন জীবন, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকিমুক্তি নির্দেশক – বলছে গবেষণা

    • ২ সপ্তাহ আগের
    • ৩১ বার পড়া হয়েছে
  • সীতাকুণ্ড ট্রাজেডি ; নিহতের সংখ্যা বেড়ে ৩৩

    • ৪ সপ্তাহ আগের
    • ২৯ বার পড়া হয়েছে
  • চঞ্চল চৌধুরীর জাপান ডাক্তার চরিত্রে অভিনয় করে সবার মুখে মুখে এখন সাইমুম সাজিদ

    • ১২ মাস আগের
    • ২২৬১ বার পড়া হয়েছে
  • ইউটিউবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে জনপ্রিয় লাভবার্ড কাপল

    • ১১ মাস আগের
    • ১৭৪৬ বার পড়া হয়েছে
  • ফটোগ্রাফার থেকে অভিনয়ে আসিফ আহমেদ আসিফ

    • ১০ মাস আগের
    • ১০৯১ বার পড়া হয়েছে
  • রামুতে ভাড়াটিয়ার হামলায় মার্কেট মালিক আহত

    • ১০ মাস আগের
    • ৯৭৯ বার পড়া হয়েছে
  • টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু

    • ১০ মাস আগের
    • ৮৮৮ বার পড়া হয়েছে
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতার উপহার সামগ্রী বিতরণ

    • ১১ মাস আগের
    • ৭০৫ বার পড়া হয়েছে
  • স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

    • ১০ মাস আগের
    • ৭০৩ বার পড়া হয়েছে
  • নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন অপু ও টুম্পা

    • ৯ মাস আগের
    • ৬০৮ বার পড়া হয়েছে
  • চট্টগ্রামে ড্রেনে নিখোঁজ ব্যক্তির পরিবারকে সম্পূর্ণ ফ্রি আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিলেন এড.নজরুল চৌধুরী।

    • ১০ মাস আগের
    • ৫৪৭ বার পড়া হয়েছে
  • কচ্ছপিয়া তিতারপাড়া আন-নুর তরুন সংঘের কমিটি অনুমোদন

    • ১১ মাস আগের
    • ৫১৯ বার পড়া হয়েছে
  • সাবেক রাষ্ট্রদুত ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১১তম মৃত্যু বার্ষিকী ২৭ আগষ্ট

    • ১০ মাস আগের
    • ৪৯৪ বার পড়া হয়েছে
  • ভবিষ্যতে একজন ভালো অভিনেতা হতে চাই অর্নব জামান

    • ১১ মাস আগের
    • ৪৭৬ বার পড়া হয়েছে
  • জবির আইএমএলের পরিচালক মোন্তাসির হাসানের বাবার পরলোকগমন

    • ১২ মাস আগের
    • ৪৭৬ বার পড়া হয়েছে
  • নতুন চমক নিয়ে আসছেন এ জে আকাশ চৌধুরী,প্রিয়া ও রকি

    • ৯ মাস আগের
    • ৪৪৪ বার পড়া হয়েছে
  • রামুর কচ্ছপিয়ায় দরিদ্র বয়োবৃদ্ধ নুরুজ্জামানের রেকর্ডীয় জমি জবরদখলে মরিয়া আবুল ফজল

    • ১১ মাস আগের
    • ৪২৪ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ০১ জুলাই ২০২২ -|- ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ-বর্ষাকাল -|- ২রা জিলহজ, ১৪৪৩ হিজরি

দুই হাত নেই কিন্তুু সেই মিরাজ থেমে নেই

এনামুল হক বাবু

মানুষের জন্মের পরে আল্লাহ্ হাত পা সব কিছু দিয়েই সৃষ্টি করেন কিন্তুু কিছু কিছু মানুষের ক্ষেএে হয় অন্য রকম কিছু তাঁদেরই একজন নাম মিরাজ যার জন্ম থেকেই দুটো হাত নেই। তবে তার হাত নেই তো হাতের কাজগুলো যে করা হয় না এমন না, তার হাতের কাজ গুলো সেই কারো সাহায্য ছাড়াই অনায়াশেই মিরাজ তার দুটো পা এর মাধ্যমে করে ফেলে। তার জন্ম হয় পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের এক দরিদ্র পরিবারে। মিরাজুল ইসলামের। তিন ভাই’বোনের মধ্যে ছোট মিরাজুল ইসলাম। জন্মের পর থেকেই তার দুটো হাত না থাকার পরও জীবন যুদ্ধে থেমে নেই মিরাজ। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় মাই টিভির “আমরাও পারি” নামের একটি অনুষ্ঠানে অংশ নেন মিরাজ।

মিরাজের পিতার নাম তোরাব আলী ও মায়ের নাম সূর্য খাতুন। তার বাবা-মা জানান, আমাদের দুই ছেলে ও এক মেয়ে, তাদের মধ্যে ছোট ছেলের জন্ম থেকেই দুটো হাত নেই। বিকলাঙ্গ হওয়ায় মিরাজকে অবহেলার সম্মুখীন হতে হয়েছে, এমনকি তাকে স্কুলেও ভর্তি করাতে রাজি ছিলেন না শিক্ষকরা, তার পরেও তার বোন বাঁশের কাঠি বানিয়ে দেন পা দিয়ে মাটিতে লেখার জন্য।

প্রথম প্রথম লিখতে পারতো না, আস্তে আস্তে মাটিতে লেখা শেখেন মিরাজুল ইসলাম। পরবর্তীতে পা দিয়ে লিখে যোগ্যতার প্রমাণ দিয়ে স্কুলে ভর্তি হন তিনি। দুটি হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে সব ধরনের কাজ করতে পারেন তিনি। গ্রামের অনেকেই তার জন্ম কে বৃথা বলে উপহাস করেছিল। তবে সেই মিরাজ তার মনের প্রবল ইচ্ছাশক্তি কে কাজে লাগিয়ে পড়াশোনা চালিয়ে যায়। মিরাজুল ইসলাম আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় থেকে ‘এ গ্রেট’ নিয়ে এসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি পাবনা জেলার সরকারি শহীদ বুলবুল কলেজ এর উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।

মানুষ যে কোন পর্যায়ে থেমে থাকেনা মিরাজ সেটাই প্রমাণ করার লক্ষ্যে আজ কিছুটা সফল হয়েছে। মিরাজ নিয়মিত টিভি চ্যানেল গুলোতে বিনোদন দিয়ে যাচ্ছেন এছাড়াও তার ব্যক্তিগত টাকায় এতিম ও অসহায় মানুষদের মাঝে নিরলস ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। যেখানে মিরাজের দুটো হাত নেই এর পরেও তিনি নিরলসভাবে মানুষের সহযোগিতায় নিজেকে নিয়োজিত করছেন।

মিরাজুল ইসলামের সাথে এই সব বিষয় নিয়ে কথা হলে তিনি গণমাধ্যমকে জানান, অসহায় মানুষের কষ্ট যেন আমাকে আঘাত করে, আমি বুঝতে পারি অসহায় মানুষের কষ্ট গুলো। আমি বুঝতে পারে অবহেলিত মানুষের কষ্ট, কেননা একটা সময় ছিল যখন আমি মানুষের কাছে অবহেলিত ছিলাম মানুষ আমাকে মেনে নিতে পারত না। কিন্তু তখন হাল না ছাড়ায় আজকে হয়তো আমি আমার জায়গা থেকে ভালো একটা জায়গায় অবস্থান করতে পেরেছি। হয়তো আমি আজকে মানুষের দোয়ায় ভালোবাসায় সফল হতে পেরেছি।

আমাদের সমাজে যারাই আমার মত রয়েছে সবার উচিত নিজেকে অসহায় মনে না করে নিজেকে দুর্বল মনে না করে প্রতিনিয়ত সফল হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। হয়তো আমার মত অনেক মিরাজ কারো পাত্তা পাচ্ছে না অনেকের কাছে অবহেলিত, আমি তাদের উদ্দেশ্যে বলব, আপনারা নিজেকে অসহায়-দুর্বল মনে না করে নিজেকে শক্তিশালী মনে করুন বেঁচে থাকার জন্য এবং মানুষকে দেখিয়ে দেয়ার জন্য। এমন কিছু করুন যাতে আপনার আমার মতো যারা রয়েছেন তারা বাঁচার জন্য আগ্রহ প্রকাশ করে।

জন্ম থেকেই হাতবিহীন মিরাজ, তবুও জেনো জীবন সংগ্রামে থেমে নেই তিনি। অক্লান্ত পরিশ্রম করে তিনি আজকে যারা তাকে অবহেলিত মানুষ বলে আখ্যায়িত করত তাদেরকে দেখিয়ে দিয়েছেন কেউ অবহেলিত না শুধু চেষ্টার ফলে সবকিছু সম্ভব হয়। মিরাজুল ইসলাম সবকিছুই নিজ থেকে করতে পারে, হাতের সব কাজ পা এর মাধ্যমে মিরাজ করে ফেলে। নামাজ পড়া, ব্রাশ করা যাবতীয় সবকিছুই মিরাজ নিজের মত করে করতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে তার বাবা-মায়ের সহযোগিতা প্রয়োজন হয়।

মিরাজ জানান, কাউকে কখনো ছোট করে দেখবেন না, মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। কেউ ইচ্ছা করে প্রতিবন্ধী হয় না, সবই আল্লাহর সৃষ্টি। আমাদের সমাজে এই মিরাজুল ইসলামের মত অনেকেই আছে যাদেরকে আমরা অবহেলা করি, কিন্তু এদের দরকার একটু সহানুভূতি আর ভালোবাসা, তাহলে এরা অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

মিরাজ কিছুদিন আগে এনটিভির রিয়েলিটি শো অনন্য প্রতিভা অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে তিনি ঢাকায় আসেন এরপর ঢাকায় অডিশন এ এসে হাত নেই পা দিয়ে ও তাঁর অভিনয় দিয়ে মানুষকে চমকে দিয়েছিলেন মিরাজ কিন্তুু কিছুটা অভিনয় বিচারকদের কাছে ভালো লাগে নাই দেখে এনটিভি রিয়েলিটি শো থেকে বিদায় নেন মিরাজুল ইসলাম। কিন্তুু তারপর ও থেমে নেই এই মিরাজ তিনি তার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও দিয়ে মানুষের মাঝে তুলে ধরেন সাহায্য মূলক ভিডিও গুলো এবং তাঁর ব্যাক্তিগত জীবনের চলাফেরা।তার ফেসবুক পেজে রয়েছে ৪লক্ষের ও বেশি অনুসারী লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও গুলো দেখে থাকে। তিনি জানান যে সাহায্য মূলক ভিডিও গুলো মানুষের মাঝে তুলে দরার কারণ হলো আমাকে দেখে যদি মানুষ কিছুটা শিখে এবং গরিব অসহায় মানুষের পাশে এসে দাড়ায় তাহলে গরিব অসহায় মানুষদের উপকার হবে এতেই তিনি খুশি থাকবেন।

0Shares

Contact Us

Email – sadinbangla71tv@gmail.com

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Faq
  • Terms and Condition
  • Sitemap