
আনোয়ারা উপজেলায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।১২ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে উপজেলার মাদ্রাসা আরবিয়া খাইরিয়া প্রাঙ্গণে টিকা কার্যক্রম শুরু হয়।এতে প্রথম ধাপে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রকাশ কান্তি দত্ত,ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ মিজান উদ্দীন প্রমুখ।
শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, সরকারের সিদ্ধান্ত মোতােবেক সারা দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভ্যাকসিন টিকাদানের অংশ হিসেবে আনোয়ারার ১৭ টি কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে।পর্যায়ক্রমে বাকিদের ও টিকা দেওয়া হবে।