
আবু বক্কর সিদ্দিক,পঞ্চগড় জেলা প্রতিনিধি
শুরু হয়েছে ফাগুন মাস। পঞ্চগড়ে দিনের সময় কিছুটা কম অনুভব হলে ও সকাল সন্ধ্যা কিন্তু শীতের তীব্রতা এখনো কমেনি।
এরে মধ্যে পঞ্চগড় শহর শহ বিভিন্ন উপজেলায়, প্রতিটি বাড়ীর ভিতর ও রাস্তার পাশে ও এলাকার বিভিন্ন আম গাছের বাগান গুলোতে উঁকি দিচ্ছে আমের মকুল।
যেমনি দেখতে অনেক শোভা পাচ্ছে, আর বসন্ত বাতাসে ভেসে আসছে মৌ মৌ ঘ্রাণ।
মৌমাছির গুঞ্জন শোনা যাচ্ছে আম গাছের মুকুলে মুকুলে।
সবুজ বিছানার উপর সোনালী রং ধারন করেছে গাছে গাছে।
শুধু আম গাছে আমের মকুল না। ফাগুনের আগুন জানান দিচ্ছে গাছে গাছে পাতা ঝরা আর নতুন করে ফুল ফুটা।
তবে আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন ঔ অঞ্চলের আম বাগানের মালিকেরা
তাই পঞ্চগড় সদর সহ, তেঁতুলিয়া, বোদা ও আঠোয়ারী এবং দেবীগঞ্জের বিভিন্ন আমগাছ বাগানের মালিকেরা আমের মকুল সহ আম গাছ পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।