
আনোয়ারার চাতরী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
নর্বনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী চৌধুরী, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি আবুল মনছুর মুহাম্মদ মাঈনুদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুচ্ছফা মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনন্দ মোহন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল মান্নান আজাদ, বাবু নিতাই চন্দ্র দে, বাবু বিকাশ দত্ত, রাশেদ নেওয়াজ ছুট্টো, এস.এম তারেক, আবুল মনসুর, বাবু সঞ্জয় দাশ ভোলা, জিয়াউদ্দিন, শামসুল আলম, নিলুফার করিব নিলু।
নবনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, ক্ষমতা দেখাতে আসিনি, জনগণের সেবা করার জন্যই এসেছি। আমার ইউনিয়নের মানুষের জন্য আমার দুয়ার সবসময় খোলা। আমার মোবাইল নম্বর রাখুন। সবার জন্য সবসময় খোলা থাকবে। জরুরি দরকার হলে মেম্বারদের কাছে যাবে। তারা সমাধান করতে না পারলে আমার কাছে আসবেন। আমরা সবাই এক পরিবার। ভাই ভাই হিসাবে সবসময় পাশে থাকতে চাই।
আমরা ক্ষমতা নয় জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমরা প্রথম জন্ম নিবন্ধন নিয়ে যে জটিলতা তা দুর করব। ওয়ারিশ সনদ নিয়ে কোন সময়ক্ষেপণ করতে দেয়া হবেনা। তাছাড়া এলাকায় মদ,জুয়া,কিশোরগ্যাং সমূলে নির্মূল করা হবে। আপনাদেরকে সাথে নিয়ে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। এতে আপনারা সহযোগিতা করবেন।