
বর্তমান বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশ করোনা টিকাদানে বিশ্বের দশম স্থানে অবস্থান করছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
আজ ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর দেড়টার রাজধানীর মহাখালীর কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জন্স প্রাঙ্গণে ‘সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া কর্মসূচি’ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্লুমবার্গ বলেছে গ্লোবাল ভ্যাক্সিনেশন প্রোগ্রামে বাংলাদেশ বিশ্বের ২০০টি দেশের মধ্যে দশম অবস্থানে রয়েছে। ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের ১০ নম্বর অবস্থানে রয়েছে এটা আমাদের জন্য অনেক সন্তুষ্টির বিষয়।
এইদিকে টিকাদান কার্যক্রম নিয়ে তিনি আরো বলেন, আমরা করোনার প্রথম ডোজ ১০ কোটি ৩৩ লাখ টিকা দিয়েছি। সাত কোটি ৮০ লাখ দ্বিতীয় ডোজ টিকা দিয়েছি। ৩২ লাখ বুস্টার ডোজ টিকা দিয়েছি। মোট সাড়ে ১৮ কোটি ডোজ টিকা আমরা দিয়েছি। শিক্ষার্থীদের আমরা প্রায় দেড় কোটি ডোজ টিকা দিয়েছি।