
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে করোনা পরবর্তী সময়ে আবারো শতভাগ দর্শক ফিরবে মাঠে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রিকেটে দর্শক ফিরেছিল পাকিস্তান সিরিজ দিয়ে। তবে সেই সিরিজে ধারণক্ষমতার অর্ধেক দর্শকের মাঠে প্রবেশের অনুমতি ছিল। তবে করোনা সংক্রমণ আবারো বাড়ায় ফাঁকা মাঠে অনুষ্ঠিত হয়েছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। তবে আনুষ্ঠানিকভাবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাই শতভাগ দর্শক ফিরছেন মাঠে।হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।