
দীর্ঘ দিন দরে ইউটিউবে নাটক শর্টফিল্ম ও মিউজিক ভিডিও তৈরি করে আসছেন এই সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় একজন নির্মাতা মহিন চৌধুরী যার পরিচালনায় ইউটিউবে রয়েছে অসংখ্য জনপ্রিয় নাটক ও মিউজিক ভিডিও। এবার এই পরিচালক এর পরিচালনায় নাটক দর্শকরা দেখতে পাবেন বাংলাদেশের বেসরকারি টেলিভিশন মাছরাঙা টিভির পর্দায়।
এই মাসে ১০ই মার্চ থেকে সেরা একটি গল্প নিয়ে কাজ শুরু করবেন পরিচালক মহিন চৌধুরি। তোমাকে চাই” এই শিরোনামের নাটকটির প্রযোজনায় থাকছেন ‘নূর হক’ স্যার। আর এই নাটকে মূল চরিত্রে অভিনেতা চরিত্রে থাকছেন তরুন প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেতা ‘শাওন রুদ্র’ও অভিনেত্রী হিসেবে থাকবেন ‘আফরিন মোহনা’ এবং অন্যান চরিত্রের আরো ভিবিন্ন অভিনেতা ও অভিনেত্রী’রা।
নাটক’টির বিষয় নিয়ে পরিচালক মহিন চৌধুরীর সাথে কথা হলে তিনি গণমাধ্যম’কে জানান
এই নাটকটি একটি একক নাটক। নাটকটি সরাসরি ‘মাছরাঙা টেলিভিশন’ চ্যানেলে প্রচার হতে যাচ্ছে। আমার পরিচালনায় এই প্রথম কোনো একক নাটক মাছরাঙা টিভিতে দেখতে পাবেন দর্শকরা আমার সকল দর্শকদের কাছে একটা অনুরোধ নাটকটি রিলিজ হওয়ার আগে আপনাদের সময় জানিয়ে দেওয়া হবে দর্শকরা সবাই মাছরাঙা টিভিতে চোখ রাখুন,আশা করি ভালো কিছু পাবেন।
পরিচালক মহিন চৌধুরী আরো জানান যে ইউটিউবে দীর্ঘ দিন দরে দর্শকদের জন্য শর্টফিল্ম একক নাটক মিউজিক ভিডিও উপহার দিয়ে যাচ্চি এবার থেকে আশা করি দর্শকরা আমার পরিচালনায় নাটক গুলো টেলিভিশন চ্যানেলে দেখতে পাবেন।দর্শকরা হলেন আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।