
ওমানে করোনায় আক্রান্তে ওমানি নাগরিকের চেয়ে প্রবাসীদের সংখ্যাই বেশী।
ওমানে বৃহস্পতিবার (৭মে) পর্যন্ত করোনায় আক্রান্তে হয়েছে ২৯৫৮ জন। তবে এক তথ্যমতে করোনায় প্রবাসীদের আক্রান্তের সংখ্যা বাড়ছেই।
ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের এক তথ্যমতে, দেশটিতে এই পর্যন্ত, এক ফ্যামেলির পাঁচজনসহ প্রায় ৩০জন ফটিকছড়ি প্রবাসী করোনায় আক্রান্ত হয়েছেন।তাদের মধ্যে ১৫জন সুস্থ্য হয়ে বাসায় ফিরছেন।
তবে আক্রান্তের মধ্যে ১জন সুলতান কাবুস হাসপাতালে ICU চিকিৎসা অবস্থায় আছেন। মৃত্যুের কোন খবর পাওয়া যায়নি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, (৭মে) সর্বশেষ তথ্যমতে ২৯৫৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।
আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ বিদেশি এবং ২০শতাংশ দেশটির নাগরিক বলে স্বাস্থ্য মন্ত্রানালয়ের প্রতিদিনের ব্রিফিং এর তথ্যমতে জানা যায়। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৮০ জন।
এদিকে অন্য আরেকটি সূত্র জানা যায়, ওমানে বাংলাদেশি করোনাক্রান্তের সংখ্যা প্রায় ৮০০শ অধিক।
এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঘোষিত লকডাউন মাস্কাট সিটি এবং জালান বু আলী আগামী ২৯ মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে কিছু জায়গায় লকডাউন না থাকলেও চলাফেরার সময় নির্ধারণ করে দিয়েছে ওমান সরকার।
গত মার্চ থেকে দেশটি বেশ কিছু জায়গায় কারফিউয়ের মধ্যে থাকলেও প্রতিদিনই প্রায় শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। তবে সুস্থ হওয়ার সংখ্যাও অনেক বেশি।
আনুপাতিক হারে দেশটির কঠোর অবস্থানের কারণে মৃত্যু ও অক্রান্তের হার অন্যান্য দেশের তুলনায় কম।