
চলতি ইউক্রেন সংকটে ৩৭ জন শিশু নিহত এবং ৫০ জন শিশু আহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল।
ক্যাথেরিন রাসেল বলেন, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেনে ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন।
তিনি আরও বলেছেন, ইউক্রেনের ১০ লাখের বেশি শিশু পালাতে বাধ্য হয়েছে।
এইদিকে এক বিবৃতিতে রাসেল জানান, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা- যার মধ্যে রয়েছে হাসপাতাল, পানি, নিষ্কাশন ব্যবস্থা ও স্কুল, এসবের বিরুদ্ধে হামলা বিবেকহীন। তিনি এসবের ওপর হামলা শিগগিরই বন্ধ করার আহ্বান জানান।