
দোয়ারা উপজেলা প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা মেনে চলার জন্য ছাতক-দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌরসভার বিএনপি নেতাকর্মীদেরকে নোটিশ প্রদান করেছে জেলা বিএনপি।
সুনামগঞ্জ জেলা বিএনপির
সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলএর স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে ,বর্তমানে রাজনৈতিক ও সাংগঠনিক প্রেক্ষাপট বিষয়টি খুবই বিভ্রান্তিমূলক এবং সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচি ও অন্যান্য দলীয় কর্মসূচি গ্রহন করা হলে তা — আপনার কমিটির নেতৃবৃন্দের সাথে সভা আহ্বান করে সিদ্ধান্ত ক্রমে ঐক্য বদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করিবেন।
ছাতক- দোয়ারাবাজার উপজেলা, ছাতক পৌরসভা এবং দোয়ারাবাজার উপজেলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিম উদ্দিন আহমেদ মিলন এবং জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরি অবস্থান করেন। সকল দলীয় কর্মসূচিতে উভয়কেই অতিথি রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার জন্য এই সিদ্ধান্ত পালন করার জন্য দোয়ারা উপজেলার সকল নেতাকর্মীকে নির্দেশ দেয়া হলো।
নোটিশের অনুলিপি প্রদান করা হয় ডা: এজেড এম জাহিদ হোসেন -ভাইস চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহি কমিটি ও টীম লিডার সিলেট বিভাগকে।ডা: শাখাওয়াত হাসান জীবন -সাংগঠিনক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহি কমিটি ও সংশ্লিষ্ট ইউনিটের জেলা বিএনপি নেতৃবৃন্দকে।