
আনোয়ারা চাতরী ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ বিকালে চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের আহব্বায়ক শওকত ওসমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিমুল হক, আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, আব্দুল মালেক, সদস্য এম নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের এক ফাঁকে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। পরে এগুলো যাচাই বাছাই করে কমিটি অনুমোদন দেয়া হবে।
উপজেলা যুবলীগের আহব্বায়ক শওকত ওসমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরামর্শে ইউনিয়ন কমিটি গঠণের লক্ষ্যে আমরা প্রত্যেক ইউনিয়নে সম্মেলন করছি। ইউনিয়ন কমিটিতে সৎ, ত্যাগী ও দলের জন্য একনিষ্ঠ কর্মীরাই স্থান পাবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক বলেন, প্রত্যেকটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠণ করার যে উদ্যোগ উপজেলা যুবলীগ গ্রহণ করেছে তা প্রশংশার দাবীদার। সম্মেলনের মাধ্যমে উঠে আসা নেতৃত্ব আগামী দিনে দলের দু:সময়ে কাজে আসবে। যুবলীগের এই উদ্যোগে পাশে থাকবে উপজেলা আওয়ামীলীগ।