
এ.জে.নেজামউদ্দিন চকরিয়া উপজেলা প্রতিনিধি
গত ০৬ মে রাতে পেকুয়া-চকরিয়া মহাসড়কে চম্পা নামে এক যুবতীকে ধর্ষণের পর হত্যা করে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছিল জয়নাল(১৮) নামক এক সিএনজি চালক ও সাজ্জাদ হোসেন (৩০)
হত্যার একদিনের মাথায় আটক করে র্যাবের ১৫ সদস্য বিশিষ্ট একটি টীম। জব্দ করা হয়েছে তার সিএনজিও। র্যাবের দেওয়া একটি খুদে বার্তা থেকে এই তথ্য জানা গেছে। এই ঘটনায় জড়িত সিএনজি চালক জয়নালকে আটক করলেও পালিয়ে আছে সাজ্জাদ। তাকেও আটকের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন।
শুক্রবার (৮ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।তিনি জানান, চট্টগ্রাম থেকে আসা ঐ যুবতী পেকুয়া পর্যন্ত আসার পর আরেকজন সিএনজি চালক পেকুয়া থেকে চকরিয়া যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু কিছুদুর যাওয়ার পর পুনরায় আবারো পেকুয়ার দিকে নিয়ে যায়।
পথের মধ্যে একটি ব্রীজের পাশে তাকে দুইজন মিলে ধর্ষণ করে। এরপর তার সাথে কথা কাটাকাটি হলে তাকে চলন্ত গাড়ী থেকে ফেলে দেয়া হয় কোনাখালী মরংঘোনা নামক এলাকার বিশ্বরোড়ের মাঝখানে। পরে এলাকার মানুষ তার মৃত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে চকরিয়া থানায় অবহিত করে।