
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে তৈরি হওয়া মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।
গতকাল ২৪মার্চ (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়েছে। যেখানে প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে।
প্রস্তাবটি গত বুধবার উত্থাপন করেছিলো ইউক্রেন। যেখানে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০টি সদস্যদেশ এবং ভোটদানে নিরপেক্ষ ছিলো ৩৮টি দেশ। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র পাঁচটি দেশ তারা হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।
এইদিকে এর আগেও ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।