
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবীয়া ফাজিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মাদ্রাসা পরিচালনা পরিষদের আয়োজনে ও মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের বিশেষ সহযোগিতায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসা হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ নইম উদ্দিন নঈমী।
অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক নাজিরুল ইসলাম এর সঞ্চালনায় পুরুস্কার অর্জন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ছাত্র ঐক্য পরিষদের পরিচালক ছাত্রনেতা মোহাম্মদ ইমরান। এসময় মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।