
মা
সাহেদুজ্জামান সাকিব ———————————–
মা,
আক্ষরিকভাবে ছোট্ট একটি শব্দ
কিন্তু এর বিশালতা পাহাড় সমান।
মা,
একটি অনুভূতির নাম
যার একটি কথায় জুড়ায় পরান।
মা,
ছোট্ট একটি ডাক
কিন্তু আবেগে ভরপুর।
মা,
আমার মুখের প্রথম ভাষা
যা আজ লক্ষ গানের সুর।
মা,
যাকে ভালবেসে কাছে বসে
সব কথা বলা যায়।
মা,
যাকে বুক ভরা ব্যথা দিয়েও
ভালবাসা পাওয়া যায়।
মা,
যার অবয়ব সবসময় চির-সুন্দর, চির অম্লান।
মা,
যার মুখের হাসি মুক্তার চেয়েও দামী
খোদার সেরা দান।