
আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের কুনির বিল গ্রামে গভীর রাতে গুলি ও ককটেল ফাটিয়ে প্রতিপক্ষের সেমিপাকা ঘর ভাঙচুর,টাকা-পয়সা লুটপাট ও লোকজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ মার্চ রাত তিনটায় তেকোটা গ্রামের মৃত আফজল আহমদের পুত্র মোহাম্মদ আরাফাতের বাড়িতে এই হামলার ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় মোহাম্মদ আরাফাত বাদী হয়ে আনোয়ারা থানায় স্থানীয় উদয়ন বড়ুয়া (৫২) ও তার ছেলে সৈকত বড়ুয়া (২৫) সহ অজ্ঞাতনামা আরো ৪০ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তাধীর রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আরাফাত উল্লাহ ও তার ভাইয়েরা তাদের বাড়ির সামনে তাদের দখলীয় জায়গায় একটি গোয়ালঘর নির্মাণ করেন। পাশ্চবর্তী উদয়ন বড়ুয়া নামের এক ব্যক্তি জায়গাটি তাদের পূর্ব পুরুষের দাবী করে বিভিন্ন সময় তাদেরকে উচ্ছেদ করতে চেষ্টা চালায়। এ নিয়ে থানায় একটি অভিযোগও দায়ের করেন তারা। গত ৩১ মার্চ গভীর রাতে উদয়ন বড়–য়া ৩০-৪০ জন বহিরাগত লোকজনসহ অস্ত্রসস্ত্র নিয়ে সেই গোয়ালঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় আরাফাত উল্লাহদের ঘরে মুহুমুহু ককটেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে জোরপূর্বক ভেতরে ঢুকে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন দামী জিনিসপত্র লুট করে। এসময় ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর চালায়। ঘটনার সময় আশপাশের ঘরগুলোর দরজায়ও সশস্ত্র প্রহরা বসায় সন্ত্রাসীরা। এসময় লোকজন বের হতে চাইলে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেয়।
ঘটনার শিকার আরাফাত উল্লাহ জানান, রাত তিনটায় গুলি আর ককটেলের শব্দে আমাদের ঘুম ভাঙলে দেখি আমাদের গোয়ালঘরটা লোকজন ভেঙ্গে ফেলছে। এসময় আমার ঘর থেকে বের হতে চাইলে আমাদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখায়। পরে তারা অস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে ব্যাপক তান্ডব চালায়। এসময় আলমারি ভেঙ্গে নগদ টাকা,স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় তারা আসবাবপত্র ভাঙ্গচুর করে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এটা জায়গার বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। আমি সরেজমিন পরিদর্শন করব। ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ গ্রহন করব।