
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল তরুণ সংঘ কর্তৃক আয়োজিত ১০ম বারের মত মরহুম খায়ের আহমেদ স্মৃতি গোল্ডকাপ অলম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
গত পহেলা এপ্রিল দিবাগত রাত সংগঠনের সভাপতি জনাব আবু বক্কর লিটনের সঞ্চালনায়, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আনোয়ারা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব এম জাফর ইকবাল এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ইলিয়াস মেহের চৌধুরী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরৈকোড়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান জনাব এমএ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম, ছত্তার হাট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব গিয়াস উদ্দিন কন্ডাক্টর , আনোয়ারা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোস্তাক আহমেদ টিপু, মোঃ খালেদ ইবনে হাবীব, মোহাম্মদ সারোয়ার, আল-আমিনসহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও মাঠে আগত হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন , খেলায় চাতরী ফুটবল একাদশ ৩-০ গোলে ইসলামপুর লাল সবুজ ফুটবল দলকে পরাজিত করে ১০ম আসরে ২য় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় ধারাভাষ্য দেন বাঁশখালীর মোহাম্মদ জামাল ও স্থানীয় আবু রেজা মোহাম্মদ আসিফ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ রিয়াদুল ইসলাম রুবেল ও তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আশিক ও রিবন হাসান রাহী।
প্রধান অতিথির বক্তব্যে এম. এ মালেক বলেন, খেলাধুলা ছেলেদের শারীরিক গঠন বৃদ্ধি করতে সহায়তা করে। তাদের মন মানসিকতা প্রফুল্ল রাখে। তাই পড়ার পাশাপাশি ছেলেদের খেলাধুলার প্রয়োজন রয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।