
আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, মিসকিন ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে রজায়ী ফাউন্ডেশনের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে রজায়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ)সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,মোঃ আলী,শাহজাদা মিরু,শাহজাদা নাঈম উদ্দীন রজায়ীসহ আরো অনেকে ।
রজায়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী বলেন,প্রতি বছরের ন্যায় এবারও আমার ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি।মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।