
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছে।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে সাথে লড়াই করে অবশেষে গতকাল রাতে নিজের শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। আজ (শনিবার) নরসিংদীতে তার দাফন কার্য শেষ হবে।
মরণব্যাধি ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত থাকা সাকিবের শাশুড়ি নার্গিস বেগমের সপ্তাহ তিনেক আগে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শুধু তার শাশুড়িই নয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তার পরিবারের সদস্যরাও। সে সময় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলছিলেন সাকিব।