
পঞ্চগড় উপজেলা প্রতিনিধি,
পঞ্চগড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আরিফ( ২৫) -ও আজিজ (৫৫) বাবা – ছেলের মৃত্যু হয়েছে।
রোববার ১০ এপ্রিল বিকেলে বৃষ্টি আর ঝড়ের মসয় বাবা আজিজ ও তার ছেলে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার সময় নতুন বন্দর এলাকায় ঔ দুরঘটনাটি ঘটে।
তাদের বাড়ি পঞ্চগড়ের হাঁড়িভাষা এলাকায় । চাকলা হাট বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় নতুন বন্দর এলাকায় গেলে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে মারা যান আরিফ। এলাকাবাসীর সহযোগিতায় বাবা আজিজকে রংপুর মেডিকেল নেওয়া পথে রাস্তায় মারা যান আজিজ।
সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া।