
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রাসেল (১৮)নামের এক জেলে নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গুলি করেছে তার পরিবারের দাবি,
গতকাল বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ছত্তার মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।জানাযায়,নিহত রাসেল উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ার ২ নম্বর ওয়ার্ডের মুন্না মাঝির বাড়ি মোহাম্মদ রফিকের ছেলে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব চিকিৎসক নিশাত সুলতানা বলেন, গুলিবিদ্ধ এক লোককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।নিহতের পিতা মোহাম্মদ রফিক বলেন, আমার চার ছেলেমেয়ের মধ্যে রাসেল মেজ। গত ৫ মাস আগে বিয়ে করেছে সে। জীবিকার তাগিদে সাগরে গিয়েছিল মাছ ধরতে। কোস্টগার্ড প্রায় সময় জেলেদের মারধর করে এবং জেলেদের জাল নিয়ে যায়। এখন তারাই গুলি করে মেরেছে আমার ছেলেকে। এটার বিচার চাই।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ বলেন, এরা হচ্ছে সাধারণ জেলে। মৎস্যশিকার করে সংসার চালায়। মাছ ধরার জন্য সাগরে ফেলা জাল সকালে ডিঙি নৌকা করে আনতে গিয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরাধীর বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
রাশেদুল হক বলেন, সাগরে মৎস্যশিকার বন্ধ থাকাকালে যদি আমরা কোনো অভিযান চালায়, তাহলে অভিযানে কোস্টগার্ড বা নৌপুলিশ সঙ্গে থাকে। ঘটনার পর আমরা কোস্টগার্ড ও নৌপুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। অভিযানের বিষয়ে তারা কিছুই জানেন না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে।গুলি কারা করেছে বিষয়টি এখনো নিশ্চিত নন।