
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরফভাটা ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাদে আছর পশ্চিম সরফভাটা ছনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে সংগঠনের সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেন, অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়নের ইসলামী ফ্রন্টের সভাপতি মাস্টার মুহাম্মদ আবদুল খালেক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট সরফভাটা ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ নাজের উদ্দীন নেছারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা সরফভাটা ইউনিয়ন এর সভাপতি মাস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া উপজেলা মধ্যম- দক্ষিণের সভাপতি ছাত্রনেতা এইচ.এম.ফরিদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্রসেনা সরফভাটা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে সংবর্ধিয় অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরফভাটা ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ আহম্মদ ফারুক, রাংগুনিয়া প্রবাসী গাউসিয়া পরিষদ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন বিন ইউছুপ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরফভাটা ইউনিয়ন শাখার সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ খোরশেদ আলম।
এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ বখতিয়ার উদ্দীন, কাজী মাওলানা, মুহাম্মদ নাছিম রেজা, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ নাছের উদ্দিন, এম.সোহেল তালুকদার, মাস্টার রফিকুল ইসলাম, মুহাম্মদ অলি উল্লাহ, মুহাম্মদ ফজলুল কাদের, কাজী মাওলানা মুহাম্মদ ইউনুচ রেজা প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রসেনা সরফভাটা শাখার সহ অর্থ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরফাত, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, দলীয় সংগীত পরিবেশন করেন মুহাম্মদ আরিফুল ইসলাম।
পরে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা ছাত্রসেনার সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আর এম মামুন বিগত(২০২০-২০২১) সেশনের বিলুপ্তি ঘোষণা করে (২০২১-২০২২) সেশনের জন্য মুহাম্মদ আসাদুল্লাহ সজীবকে সভাপতি, মুহাম্মদ মহিউদ্দীন নেছারী সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মাহফুজুল হক আদরকে সাংগঠনিক সাম্পাদক নির্বাচিত করে ৩৫ জন বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করেন।