
আমরা যারা আওয়ামীলীগের বড় বড় নেতা, তারা আওয়ামীলীগ কে বিক্রি করে কখনো পরাজিত হয় নাই।তৃণমূলের ত্যাগী নেতা কর্মীরাই দলের প্রাণ। তারা অভিমান করলেও দলের সঙ্গে কখনো বেইমানি করে না। বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয় না। তাদের খুঁজে বের করে মূল্যায়ন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরামর্শে ইউনিয়ন কমিটি গঠণের লক্ষ্যে আমরা প্রত্যেক ইউনিয়নে সম্মেলন করছি। ইউনিয়ন কমিটিতে সৎ, ত্যাগী ও দলের জন্য একনিষ্ঠ কর্মীরাই স্থান পাবে। সম্মেলনের মাধ্যমে উঠে আসা নেতৃত্ব আগামী দিনে দলের দু:সময়ে কাজে আসবে।বার বার ষড়যন্ত্র হয়েছে, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি। আজকে বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করবো।আওয়ামী লীগের কেন্দ্রীয় দিক নির্দেশনার আলোকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র পরামর্শে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে ৯৯ ওয়ার্ডের ত্রি-বাষিক সম্মেলন শেষ পর্যায়ে রয়েছে। আগামীতে কেন্দ্রের নির্দেশনা মতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম.এ.মালেক বক্তব্যে এসব কথা বলেন।
দীর্ঘ ১৯বছর অপেক্ষার পর আনোয়ারা উপজেলা ৯নং পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ৭, ৮ ও ৯নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ৩ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ) আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
৯নং পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক বাবুল’সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ সেলিম সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম.এ.মালেক,এসময় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেত্রী শিল্পপতি লায়ন দিলুয়ারা কামাল,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মহিউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরিদুল আলম,দেবশীষ দত্ত ক্রেডিট, সৈয়দ চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা এম.এ.ছালাম,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি আলমগীর তালুকদার, পরৈকোড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়ারেছ আহমেদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের শোক প্রস্তাব করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা এম নুরুল হুদা চৌধুরী।
অনুষ্ঠানের এক ফাঁকে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ২৩জন প্রতিদ্বন্ধীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। পরে এগুলো যাচাই বাছাই করে কমিটি অনুমোদন দেয়া হবে।