
ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। গতকাল সোমবার নাসির হোসেন নিজেই গনমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার নাসির হোসেন। এর মধ্যেই ছেলে সন্তানের বাবা হওয়ার সুখবর দিয়েছেন এই অলরাউন্ডার।
জানা যায়, গত ৮ এপ্রিল সন্তানের বাবা হয়েছেন নাসির। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ঘরোয়াভাবে স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বেবি শাওয়ারের অনুষ্ঠান করেন নাসির। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ ফেব্রুয়ারি পোস্ট করে সবার কাছে দোয়া চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে গোলাপি রঙের গাউনে নাসিরের সঙ্গে দেখা যায় মা হওয়ার অপেক্ষায় থাকা তামিমাকে।
নাসির হোসেন সেরা অলরাউন্ডারের তালিকায়, নাসিরের স্ত্রী তামিমা পেশায় একজন বিমানবালা। তিনি সৌদিয়া এয়ারলাইনসে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিতর্ক শুরু হয় এই ক্রিকেটার ও তার স্ত্রী তামিমা তাম্মিকে ঘিরে। তামিমা তার আগের স্বামী রাকিবকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করায় এবং নাসির অন্যের বউকে বিয়ে করায় দুজনের বিরুদ্ধে মামলাও করেন রাকিব। সেই মামলা এখনো প্রক্রিয়াধীন।