
কচ্ছপিয়া বসত ভিটা মারধর করে জবরদখল করতে মরিয়া আজিজুল হক।রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়ন দক্ষিণ মৌলভীর কাটা অসহায় পাগলা বদি আলম ও স্ত্রী রেহানার ক্রয়কৃত বসত ভিটা জবরদখলে মরিয়া হয়ে উঠেছে স্হানীয় আজিজুল হক।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়,রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীর কাটা ০৯নং ওয়ার্ডে দক্ষিণ অসহায় পাগলা বদি আলম ও স্বী রেহানার বসত ভিটা দখল করতে ৮ -১০ জন লোক ১৩/০৪/২০২২ তাং রাত ৩টার দিকে জমি জবরদখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন আজিজুল হক ও আশপাশের অপরাধ জগতের লোকজন ভাড়া এনে রাতের আধারে মারধর করে জমি দখল করার চেষ্টা
দখল করতে গিয়ে পাগল বদি আলমের স্ত্রী রেহানাকে ডান হাত, পা, ও মাথায় আঘাঁত করে মাটিতে ফেলে শ্লীলতাহানী সহ নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন ভাড়াটি লোক ও আজিজুল হক।পরবর্তী এলাকার লোকজন এসে তাদের কে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান,পাগলা বদি আলম ও স্ত্রী রেহানার পরিশ্রমের জমানো টাকা দিয়ে ২০১৫ সালে ক্রয় করে শান্তিপূর্নভাবে ভুগ দখলে ছিলেন।গত ৩ মাস ধরে বসত ভিটা থেকে উৎখাত করার জন্য আজিজুল হক একের পর হামলা চালিয়ে যাচ্ছে।
অসহায় পাগলা বদি আলম ও স্ত্রী রেহানার বসত ভিটা ভুমিদস্যু আজিজুল হক ও যেন জবরদখল করতে না পারে সেই লক্ষ্যে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ জরুরী। দক্ষিণ মৌলভীর কাটা ০৯নং ওয়ার্ডের অসহায় পাগলা বদি আলম ও তার সন্তানদের জানমালের নিরাপত্তা ও জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে আজিজুল হক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার,রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারি কমিশনার (ভুমি) রামু,কক্সবাজার জেলা প্রশাসক, সংসদ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী, ভূমিমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী সহ, জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।