
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অন্যতম আঞ্চলিক সংগঠন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। নগরীর অক্সিজেন এলাকার জামান হোটেল এন্ড রেস্টুরেন্টে এই আয়োজন হয়।
আশফাকুর রহমান তানিবের সভাপতিত্বে ও হিমু বড়ুয়ার সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক আহবায়ক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জনাব শাহাদাত হোসাইন জুয়েল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি, দৈনিক স্বাধীন বাংলা ৭১ – এর প্রধান সম্পাদক, বিশিষ্ট স্বাস্থ্য গবেষক, লেখক ও সংগঠক জনাব এস. এম. ইকরাম হোসাইন।
উক্ত আয়োজনে অভ্যর্থনা ও আপ্যায়নের দ্বায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য শরীফুল ইসলাম মিনহাজ, এম এইচ ফাহিম, নাফিজা তাবাসসুম, সাবিনা চৌধুরী, আব্দুল্লাহ হালিম।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ।
সভায় বক্তারা রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ, ক্যারিয়ার ও আত্ম উন্নয়নের পাশাপাশি নিজের এলাকার আর্তসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। বক্তারা বলেন, রাঙ্গুনিয়া তথা দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠী ও প্রজন্মকে উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণ, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন যাপনে নানাবিধ দিকনির্দেশনা দেয়াটা সমাজের শিক্ষিত প্রজন্মের অমোঘ দায়িত্ব, যা আমরা প্রায়ই অবজ্ঞা করে যাই।
উল্লেখ্য, ১৯৯১ সন থেকে প্রতিষ্ঠিত এই সংগঠন রাঙ্গুনিয়া ও রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে বিভিন্ন সময় শিক্ষা সেমিনার, ভর্তি পরীক্ষার্থীদের জন্য রাঙ্গুনিয়া থেকে চবি বিনামূল্যে বাসের ব্যবস্থাসহ, রাঙ্গুনিয়ার আর্তসামাজিক উন্নয়ন নানাবিধ দাবী আদায় ও কার্যক্রম সম্পন্ন করে আসছে।
সর্বোপরি সঙ্গবদ্ধ তরুণ সমাজই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বহুদূর এই মর্মে আহব্বান জানিয়ে ও নানাবিধ দিকনির্দেশনা দিয়ে আলোচনা সভা সমাপ্ত ঘোষনা করেন প্রধান বক্তা এস এম ইকরাম হোসাইন