
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা কৃষক লীগের র্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গত ১৯ এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কৃষক লীগ নেতৃবৃন্দ। চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সভাপতি মাষ্টার হুমায়ুন কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা আ’লীগের সভাপতি এম কায়সার উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, আলোচনায় অংশ নেন কৃষক লীগ নেতা যথাক্রমে মাও. আবুল কাশেম নুরী, খোরশেদ উদ্দিন আহমেদ মিন্টু, ফারুক পারভেজ, জয়নাল আবেদীন মেম্বার, মো. জাফর মেম্বার, আবু তৈয়ব, মো. তোফায়েল, মো. হাবিব, নুরুল আলম, মো. মানিক, মো. বেলাল উদ্দিন, হাজী হারুন সওদাগর, অনিল ধর, আবুল কাশেম, শহিদুল ইসলাম, মো. ছৈয়দ, আবদুল মান্নান প্রমুখ।