
শুক্রবার ২২ এপ্রিল (২০২২) বিকাল চারটা নাগাদ বন্দর নগরী চট্টগ্রামের সল্টগোলা রেইল ক্রসিং এলাকায় রেললাইনের উপর একটি মালবাহী ট্রেনের বগি উলটে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে বগিটি একটি টিনের দোকানের উপর পড়ে যার কারণে দোকানটির একপাশ দেবে যায়।
বগিতে থাকা মালামাল দ্রুত সরিয়ে ফেলা হয়।
এ ঘটনার পিছনের কারণ এখনো জানা যায়নি।
তবে এই রেইল ক্রসিং এলাকায় এর আগেও ট্রেনের মাঝপথে যানজটের কারণে আটকে থাকার মতোন অসংগতি দেখা গিয়েছে। ঘটনার প্রায় ৪০ মিনিট পরেও বগিটি অপসারণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।