
দেশে সুন্নী মতাদর্শের আলোকে সমাজ বিনিমার্ণ করতে সাংগঠনিক ঐক্যের কোন বিকল্প নেই।আমি বৃহত্তর আনোয়ারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ছাত্রসেনা বিশাল কর্মী বাহিনী উপস্থিতি’র শুকরিয়া আদায় করছি। তিনি মাহে রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাতের সর্বোত্তম নেয়ামত কামনা করেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ তৈয়ব আলী এসব কথা বলেন।
২২শে এপ্রিল শুক্রবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা আনোয়ারা উপজেলা শাখা’র উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশাল ইফতার মাহফিলে যুবনেতা মুহাম্মদ মনিরুল ইসলাম ও মুহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব জননেতা অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী,
উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এস.এম শাহাজাহান।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাস্টার মুহাম্মদ আবুল হোসেন,
উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খাঁন আল কাদেরী,আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ আনোয়ারা উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের চাঁদ মিয়া,বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এনাম রেজা কাদ্বেরী।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফরিদুল ইসলাম, দক্ষিণ জেলার যুবসেনার সাধারণ সম্পাদক আরিফুল হক রানা,মুহাম্মদ সাহাব উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা নূরের রহমান রণি,
এতে সভাপতিত্বে করেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী।
সভায় আরো বক্তব্য রাখেন জননেতা মাস্টার হালিম,মাওলানা আব্দুল মান্নান এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক এইচ.এম আব্দুর রহিম,মোরশেদ আলম মুন্সী, আলহাজ্ব গোলাম মোস্তাফা,এম.জলিল,মুহাম্মদ আবু তালেব,মাওলানা মুফিজুল্লাহ,মাস্টার নুরুল ইসলাম,যুবসেনা পূর্ব ও পশ্চিমের সভাপতি যথাক্রমে যুবনেতা দেলোয়ার হোসেন ও যুবনেতা মুনিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা পূর্ব পরিষদের সভাপতি ছাত্রনেতা শহিদুল ইসলাম,আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরহাদুল হক সহ প্রমুখ।