
‘ভালোর সাথে আলোর পথে’ এই স্লোগানকে ধারণ করে অসহায় ৩০ শিশুর মাঝে সহমর্মিতার ঈদ উপহার বিতরণ করেছে প্রথম আলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধুসভা ও জেলা কমিটি। রবিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বিভিন্ন রকমের উপহার সামগ্রী বিতরণ করা হয়। বশেমুরবিপ্রবি বন্ধুসভা ও গোপালগঞ্জ বন্ধুসভার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কমিটির উপদেষ্টা আইন বিভাগের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশলী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশিদ ও আইন বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মিন্টু হক, সালমা আক্তার কেয়া ও প্রথম আলো প্রতিনিধি নুতন শেখ।
এছাড়াও সেসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা কমিটির সাবেক সভাপতি সাকিব হাসান হৃদয়, বর্তমান সাধারন সম্পাদক হাসানুর সিয়াম সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, এবার বন্ধুসভার সহযোগিতায় ৩০ অসহায় শিশুকে রঙিন জামা উপহার দেয়া হয় এবং দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সহমর্মিতার ঈদ উদযাপন করা হয়।