
এস এস সি ২০০৮ ও এইচএসসি ২০১০ ব্যাচের চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ SSC’08 HSC’10 Batch Chattogram – এর উদ্যোগে আজ ২৭ এপ্রিল, ২০২২ (বুধবার) নগরীর লালখান বাজারের বিরিয়ানি এক্সপ্রেস রেস্টুরেন্টে ‘ইফতার মাহফিল ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। আয়োজক কাজি সামি, ফয়সাল, রিফা, ঝিনুক প্রমুখের পরিচালনায় উক্ত আয়োজনে চট্টগ্রাম বিভাগের নানাপ্রান্ত থেকে ছুটে আসা প্রায় অর্ধশত সহপাঠীগণ অংশগ্রহণ করেন।
ইফতারের শুরুতে সকলের মতামত বিনিময়শেষে গ্রুপের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে
গঠনমূলক আলোকপাত এবং
দোয়া – মোনাজাত পরিচালনা করেন অন্যতম সদস্য স্বাধীন বাংলা ৭১ এর প্রধান সম্পাদক জনাব এস. এম. ইকরাম হোসাইন। তিনি বলেন – দীর্ঘদিনের পথচলায় এই ফেসবুকভিত্তিক গ্রুপ এখন কেবলই একটা গ্রুপ নয়, বৃহৎ একটি পরিবারে পরিণত। আর এই পরিবারে কেবল আড্ডা, গল্প – কলতান, গেট টুগেদার নয় – এখান থেকেই উঠে আসে আমাদের নানান সৃজনশীল চিন্তা; একে অপরের সহযোগী মনোভাব, নিজ নিজ কর্মসেক্টর থেকে পরস্পরের পরিবার পরিজনের বিপদে এগিয়ে আসা, দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার পরিকল্পনা! বরাবরই আমাদের সামগ্রিক প্রচেষ্টায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনাকালীন ত্রাণ বিতরণ, রমজানে এতিম শিশুদের সাথে ইফতারের মতো অনেক মানবিক উদ্যোগও আমরা নিয়ে আসছি এই গ্রুপ থেকে।
ভাবুন তো একবার, একটা দেশের সমবয়সী যুবারা যখন একত্রিক হয় কতোটা বৈপ্লবিক পরবর্তন নিয়ে আসতে পারে এটি দেশের জন্য?
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আশা করি আমাদের এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে আর এই বন্ধনের মাধ্যমে আমরা দেশে একটি বৃহত্তর দাতব্য সংস্থা গড়ে তুলবো সমাজের অসহায় মানুষের কল্যাণে আর নিজেদের নিয়োজিত করবো দেশ ও মানুষের সেবায়। জয় হোক বন্ধুত্বের।
leave your comments