
তাইজুল ইসলাম জুয়েলঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়ন পরিষদ কার্যলয়ে উপকারভোগি মানুষের মাঝে ভিজিটি চাউল বিতরন করা হয়। এরই ধারাবাহিকতায় এ কার্যকম বেশ কিছু দিন ধরে ছলছিল
এ সময় ভিজিটি চাউলের তদারকি কর্মকতা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাশিদ সাংবাদিকদের জানান বরাদ্দকৃত চাউল -২৮২ জন অসহায় দারিদ্র্য পরিবারের মাজে ৩০ কেজি করে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়্যারমেন আনোয়ার হোসেন, ইউপি সচিব আফরোজা খাতুন,উপজেলা ভিজিটি সমন্বয়ক কাকন সরকার, যুবলীগ নেতা কামাল হোসেন,ইউপি মেম্বার আবু হানিফ,এখলাস উদ্দিন নয়ন, আব্দুল হেলিম, তোফাজ্জ,শহীদুল্লাহ,রানী মদীনা বেবী
স্থানীয় সাংবাদিক ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সহ প্রমুখ ব্যক্তিবর্গ।