
চট্টগ্রামের আনোয়ারায় কুকুরের কামড়ে শিশু-কিশোর ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছমদিয়া ও মহানগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. আবিদ (৮), মো. জিহাদ (১২), শামসুল ইসলাম (৫৫), হামিদুল ইসলাম (৫০), আবুল কালাম (৭০), উপল দাশ (৩৫), সামির (১০), নাছির উদ্দিন (৫০), মো. জাহিদ (১২), নুর মোহাম্মদ (৬০), মো. দিদার (৪০), নুর নাহার বেগম (৫০),আবদুল আজিজ (৪৫), আবদুর রশিদ (১৮)।আহতদের আনোয়ারা হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহীদ জানায়, শুক্রবার বিকালে শিশুরা খেলা করার সময় হঠাৎ একটা পাগলা কুকুর এসে মো. আবিদ নামের একটি শিশুকে কামড় দেয়। এরপর কুকুরটি এলাকার ৭ জনকে কামড় দেয়। পরের দিন সকালেও একই ভাবে কামড়তে থাকে। এ পর্যন্ত ১৫ জনকে কামড় দিল। এলাকাবাসী কুকুরটাকে মারতে লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছে বলেও জানাযায়।
leave your comments