
আনোয়ারা বাঁশখালী সড়কের ঝিওরী মাজার গেট এলাকায় কোরিয়ান ইপিজেডের শ্রমিকবাহী একটি জীপ ওভারটেক করতে গিয়ে একটি সিএনজি ট্যাক্সিকে ধাক্কা দিলে সিএনজি ট্যাক্সির চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।সোমবার দিবাগত রাত নয়টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর কয়েকজনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।আহতরা হলেন— চালক আব্দুচ ছালাম (৪৫), এহছানুল করিম (২৮), সরেস আইচ (৩৫), মোতালেব (৪৬) ও দিদার (৩০)।
আহত চালক আব্দুচ ছালাম জানান, আমি বাঁশখালীর দিক থেকে আসছিলাম। বিপরীতমুখী কেইপিজেডের শ্রমিকবাহী একটি জিপ ওভারটেক করে আমার সিএনজিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে আমিসহ আমার গাড়ীর আরো চার যাত্রী গুরুতর আহত হই।আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ বলেন, আহতাবস্থায় আমাদের কাছে পাঁচজনকে নিয়ে আসা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠিয়ে দিই।
leave your comments