
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্র ঠেকিয়ে গরুর খামার থেকে আনুমানিক ছয় লাখ টাকা দামের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ বাবুর খামার থেকে গরু গুলো নিয়ে যায় দুর্বৃত্তরা।খামারের মালিক ইলিয়াছ বাবু জানান, মঙ্গলবার রাতে ৪ জন দুর্বৃত্ত গ্রিল ভেঙে খামারে ঢুকে পড়ে। এ সময় তারা পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে আমাকে আটক করেছে।
আমি কারণ জানতে চাইলে গলা টিপে ধরে তারা আমার হাত-পা বেঁধে ফেলে। পরে চিৎকার করলে কাপড় দিয়ে চোখ-মুখ বেঁধে আমাকে খাটের ওপর ফেলে রাখে। এ সময় তাদের মারধরে আমি অজ্ঞান হয়ে পড়ি। ওই সময়ে খামারের তিনটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় ইউপি সদস্য মো. ইরফান বলেন, ঘটনার আধ ঘণ্টা পর ওই খামারির জ্ঞান ফিরলে হেঁচড়ে গিয়ে প্রতিবেশি এক ঘরের দরজায় পা দিয়ে ধাক্কা দেয়। এ সময় প্রতিবেশি লোকজন বের হয়ে বাবুকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। এরপর ৯৯৯ এ ফোন করলে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই চোরেরা পালিয়ে যায়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গরু চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত করে দেখছি।
leave your comments