
আনোয়ারার তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আরিফের চিকিৎসা সহায়তা জন্য পাশে দাঁড়িয়েছে আনোয়ারার অন্যতম শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর।
গত মঙ্গলবার বিকালে কিডনিজনিত কারণে ব্যাধিতে ভুগা আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বাতিঘরের সদস্যরা। সেখানে তারা আরিফের চিকিৎসার খোঁজখবর নেন। এবং বাতিঘরের সদস্যরা আরিফের মায়ের কাছে চিকিৎসার সহায়তার জন্য নগদ ১০,০০০ টাকার উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসাইন, মোহাম্মদ জালাল উদ্দিন নিয়াজ, মোহাম্মদ দিলদার হোসাইন ও মোহাম্মদ সাজেদুল ইসলাম।
বাতিঘরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, বাতিঘর আরিফের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। আমরা হয়তো খুবই সামান্য চিকিৎসার সহায়তা দিয়েছি কিন্তু আমাদের মতো অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তবানরা এগিয়ে আসে, তাহলে আরিফ আমাদের মাঝে আবার ফিরে আসবে।উল্লেখ্য, তার দুইটি কিডনিই দিনদিন ড্যামেজ হয়ে যাচ্ছে। চিকিৎসার জন্য বছর তিনেক আগে তিনি ভারতে চিকিৎসা নিয়েছিলেন। বর্তমানে তার অবস্থা গুরুতর ও সংকটাপন্ন।