চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদাবাজির নিউজ করার কথা শুনে সংশ্লিষ্ট সংবাদকর্মীর উপর হামলা করে কথিত সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের তিন সৌদিয়া গেইট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সংবাদকর্মী জাহেদুল ইসলাম আরিফ (২২) দৈনিক আজকের দর্পণ পত্রিকা ও চট্টগ্রামের অনলাইন গণমাধ্যম মহানগর নিউজের রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে মামলার প্রধান আসামি মো. রাশেদ (৩৫) উপজেলার পোমরা ইউনিয়নের রোসাইপাড়া এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে।
হামলার শিকার জাহেদুল ইসলাম আরিফ জানান, হামলাকারী মো. রাশেদ ও তার সহযোগীরা এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে চাঁদাবাজি করে- এমন তথ্য পেয়ে তিনি সংবাদ সংগ্রহের জন্য মাঠে যান। এ কারণে গত ২৫ এপ্রিল বিকেলে পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে আমি ও আমার বড় ভাইকে মারধর করে মো. রাশেদ ও তার সহযোগীরা।
বিষয়টি তিনি রাঙ্গুনিয়া প্রেস ক্লাব ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন দায়িত্বশীলদের জানালে তারা মামলা করার পরামর্শ দেন। এরপর সেদিনই রাশেদকে প্রধান আসামি এবং তার সহযোগী আরও ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন আরিফ। এদের মধ্যে বাকি আসামিরা হলেন একই এলাকার বাসিন্দা রানা (৩০), সফিক (৩৪), দিদার (২৬), জাহেদুল (২৯) ও ফাহিম (২৩)।
সহকর্মী আরিফ বলেন, ‘মামলা দায়েরের দুইদিন পর থানা পুলিশ শুধুমাত্র ৩নং আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুনেছি পরবর্তীতে অন্য আসামিরা আদালত থেকে জামিন নিয়েছে। সর্বশেষ আজ দুপুর আড়াইটার দিকে পোমরা ইউনিয়নের তিন সৌদিয়া গেইট এলাকায় আমাকে ও আমার বড়ভাইকে ফের আক্রমণ করে মামলার প্রধান আসামি রাশেদ ও তার সহযোগীরা। পরবর্তীতে ঘটনাস্থলে সংবাদকর্মী জাহেদ হাসান তালুকদার আসলে তারা পালিয়ে যায়।’
আজকের ঘটনার বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম।
leave your comments