
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউপিতে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন আজিজুল হক বাবুল ।শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তার নাম ঘোষণা করা হয়।
পরৈকোড়া ইউনিয়নের এই উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন বেশ কয়েকজন। এর মধ্যে ৯নং পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক বাবুলের নাম চূড়ান্ত করা হয়।আগামী ১৫ জুন আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ মে পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।উল্লেখ, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী আশরাফের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
leave your comments