
অন লাইনে পন্যে বুঝিয়ে পাওয়ার পড়েও পুনরায় টাকার দাবি,টাকা না পেয়ে বিকাশ হ্যাকের চেষ্টায় ব্যর্থ হয়ে বিকাশে রিপোর্ট করে একাউন্ট বন্ধ করে দেয় ( Mohammed Dowlet) নামের একজন যুবক।
ডিজিটাল ক্যাশ মিডিয়াম হিসেবে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং বিকাশ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক প্রতিষ্ঠান এবং ব্যাক্তির আর্থিক লেনদেন এখন বিকাশের মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু যতই এটি জনপ্রিয় হয়ে উঠেছে, বিকাশ নিয়ে প্রায় অনেককেই বিভিন্ন ধরণের প্রতারণা এবং ধোকাবাজির সম্মুখীন হতে হচ্ছে। অনলাইনে লেনদেন করার জনপ্রিয় বিকাশের মাধ্যমে মানুষ প্রায়ই প্রতারণার স্বীকার হোন প্রতারকদের দ্বারা।
শহিদুল ইসলাম একজন অন লাইন উদ্যোক্তা পড়াশোনার পাশাপাশি এ কাজ করেন তিনি। পড়াশোনা জন্য তিনি বিগত কয়েকদিন আগে চট্টগ্রামে যান এবং বৃহস্পতিবার অন লাইনে পন্যে কেনার জন্য শহিদুল ইসলামকে (Mohammed Dowlet) নামের ফেসবুক আইডি থেকে একজন চারশত (৪০০) টাকা পাঠায় 01852003486 এই নাম্বার থেকে এবং শহিদুল ইসলাম সে পন্যেটি বুঝিয়ে দেওয়ার পড়ে সে আরো পন্যে চায় এবং না দিলে বিকাশ হ্যাক করে দেওয়ার হুমকি দেয় এবং বার বার হ্যাক করার জন্য মোবাইলে ওটিপি দিতে থাকে। এক পর্যায়ে মোবাইল বন্ধ করে সে এবং কিছুক্ষণ পড়ে মোবাইল খোলার পড়ে বিকাশে ঢোকার চেষ্টা করা হলে একাউন্ট টি সচল নয় দেখায়। তার সাথে আবার ম্যাসেঞ্জারে কথা বলা হলে সে বলে “পুলিশের ডি আই জি ও সাংবাদিকদের অনেক টাকা মেরে খেয়েছি কোই কেউ কিছুই করতে পারেনি আমার”।
এমত অবস্থায় সাথে সাথে শহিদুল ইসলাম হালিশহর থানায় যান এবং কর্তব্যরত ডিউটি অফিসারের সহায়তায় জিডি করেন জিডি নংঃ ৫৫২ এবং সাইবার ক্রাইমে পাঠিয়ে দেন। হালিশহর থানার ডিউটি অফিসার জানান প্রতারকের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
leave your comments