
আধুনিক রাউজানের স্থপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নামে সর্বপ্রথম নামকরণ হচ্ছে ঐতিহ্যবাহী গহিরা কলেজের। গত ১৭ মে মঙ্গলবার কলেজের একাডেমিক ভবন ও হোস্টেল নির্মানের লক্ষে সাংসদ ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৫৬ লক্ষ টাকা ব্যায়ে ১৬.২ কাটা জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে গহিরার বাসিন্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের প্রস্তাবে কলেজের সভাপতি ও ইউএনও মো.জোনায়েদ কবীর সোহাগ এ ঘোষণা দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
সভাপতিত্ব করেন ইউএনও মো.জোনায়েদ কবীর সোহাগ।
পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মুহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, কলেজের অধ্যক্ষ এটিএম শাহ আলম সিকদার, শ্যামল কুমার পালিত, পৌর প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর আলমগীর আলী, ডা. দীপক সরকার, অধ্যাপক রনজিত কুমার নাথ, এসএম সাইফুল আরেফিন, সায়েরা বেগম, যুবলীগ নেতা ও ক্রীড়া সংগঠক সুমন দে, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, আওয়ামীলীগ মুছা আলম খান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, ব্যবসায়ি সমিতির সভাপতি আবদুল্লাহ আল মতিন, সাধারন সম্পাদক মোজাম্মেল হক খোকন, বাবুল সওদাগর, গহিরা কলেজ ছাত্রলীগ নেতা মিরাজ, কামরুল হাসান, জনি দাশ, নয়ন হোসেন, সাগর। এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।