
চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় নিখোঁজের একদিন পর সবজি জমি থেকে মোহাম্মদ শাকিব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম মো. সাকিব (২৫)। তিনি বরুমচড়া এলাকার দরফ আলীর ছেলে। সাকিব আনোয়ারা সদরের সা’দ মুছা ইন্ডাস্ট্রিতে পোশাক তৈরির কারখানায় চাকরি করতেন।
আনোয়ারা থানার এসআই নওফেল তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।স্থানীয় চৌকিদার বাদশা মিয়া জানান, ছেলেটি একদিন আগে মারা গেছে। আজকে রাতে লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে আমিসহ পুলিশ লাশ উদ্ধার করে।
সাকিবের মামা মো. শওকত বলেন, পার্শ্ববর্তী একটি মেয়ের সাথে সাকিবের প্রেমের সম্পর্ক ছিল। একদিন আগে সাকিব লুঙ্গি পরে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি।আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।