
বর্তমান সময়ের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা হৃদয় আহমেদ শান্ত। সোস্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তার শেষ নেই। তবে অভিনয় করাটা তার পেশা নয়, অভিনয় করাটা তার নেশা। হৃদয় আহমেদ শান্ত অভিনীত এবং রচিত একাধিক শর্টফ্লিম পৌছে গেছে জনপ্রিয়তার শীর্ষে।
সম্প্রতি সে নতুন একটি পর্ব নাটকে অভিনয় করছেন, এই নাটকের গল্প লিখেছেন প্রিয় আহাম্মদ,সহকারী পরিচালক হিসেবে রয়েছেন আহাম্মেদ হৃদয়, এতে হৃদয় আহাম্মদ শান্তর বিপরীতে অভিনয় করেছেন, দূর্জয় আহাম্মেদ, প্রিয় আহাম্মদ, হোসাইন সায়েদ,আশিক খাঁন চৌধুরী, আরিয়ান মুন্না, মো:সহেল,সাব্বির আহাম্মদ,শারমিন, মেহজাবীন মুন,পুতুল জাহান পরি,তানবীর সানি, সহ আরো অনেকে।
নাটকটির ভিডিও ধারণ করেন মাহাবুব হাসান, ক্যামেরায় সহকারী হিসেবে ছিলেন সালমান, সহকারী পরিচালক হিসেবে আরো আছেন মামুন নূর তুষার, নাটকটির পর্ব গুলো হৃদয় আহাম্মদ শান্তর ব্যাক্তিগত ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।
নাটকটির তিনটি পর্ব ইউটিউবে রিলিজ করা হয়েছে, মোটামুটি দর্শকের কাছে বেশ ভালো সাড়া পেলেছে গ্যাস্ট্রিক শিরোনামের এই নাটকটি পর্ব গুলো কয়েকদিন পর পর ইউটিউবে আপলোড করা হয়ে থাকে।
এই সব বিষয় নিয়ে হৃদয় আহাম্মদ শান্তর সাথে কথা হলে তিনি স্বাধীন বাংলা ৭১ নিউজকে জানান আমার সব সময় চেষ্টা করি আমার সব থেকে ভালো টা দিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে অভিনয় করতে,যেনো দর্শকরা আমার ভিডিও গুলো দেখে আনন্দতিত হয়, দর্শকরা হাঁসি খুশি থাকলেই এটাই আমার জন্য অনেক কিছু।আর এই গ্যাস্ট্রিক শিরোনামের পর্ব নাটকটি নিয়ে আরো পর্ব নাটকের দিকে একধাপ এগিয়ে যেতে চাই, সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ একদিন আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি এবং আমার পুরো টিম।