
ওমানে গঠিত চট্টগ্রাম সমিতি ওমান শাখার সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসী উন্নয়ন মূলক সংগঠন রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ মে) রাত ৮টায় চট্টগ্রাম সমিতি ওমান শাখার সভাপতি মো. ইয়াসিন চৌধুরী (CIP)’র আল সীব এর ব্যবসায়িক অফিসে রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর প্রতিনিধি দলের সৌজন্যে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মো.ইযাসিন চৌধুরী প্রবাসী প্রতি ওনার আন্তরিকতা ও ভালোবাসার কথা প্রকাশ করেন। প্রবাসীরা এদেশের আইন-শৃঙ্খলা মেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এবং আর্ত্বমানব সেবায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার দিকনির্দেশনা ও সূ-পরামর্শ প্রদান করেন।
এসময় তিনি দীর্ঘ আলোচনায় রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর সামাজিক ও আর্ত্বমানবতার সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি অসহায় প্রবাসী ভাইদের দুঃখ-দূর্দশায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, ঠিক সে ধারাবাহিকতায় যেকোন সময় মানবতার সেবায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সমাজ কল্যাণ সম্পাদক ও আজীবন সদস্য মুহাম্মদ সেকান্দর হোসাইন, সদস্য ব্যবসায়ী মুহাম্মদ ঈসমাইল, রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু সেকান্দর নঈমী, সিনিয়র ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, আবদুস সালাম সওদাগর, মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারু, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ ইউনুছ, মুহাম্মদ আজীম, প্রচার ও প্রকাশনা সচিব মুহাম্মদ হায়দার আলী, দপ্তর সচিব সাংবাদিক জাহেদুল ইসলাম, নির্বাহী সদস্য সৈয়দ মুহাম্মদ আবু বক্কর, হাফেজ মাওলানা রায়হানুল আযম, আবদুল করিম, মুহাম্মদ মামুন, মুহাম্মদ ফারুখ, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রমূখ।