
বর্তমান সময়ে কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা প্রথমে খেত থেকে ধান কেটে সড়কে রাখে তারপর ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাড়াইয়ের কাজও সেরে নেয় সড়কে। মাড়াই শেষে ধান বাড়িতে নিয়ে গেলেও খড় সড়কের ওপরেই ছড়িয়ে-ছিটিয়ে থাকে। এরপর শুরু হয় ধানের খড় শুকানোর পালা। শুকালে রাস্তায় স্তূপ আকারে রাখা হয় শুকনো খড়। এসব কাজের সবই চলছে মহাসড়কের ওপর। এতে গ্রামীণ সড়ক ও মহাসড়কের বড় একটি অংশ দখল হয়ে যাওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হচ্ছে। মহাসড়কে ধান মাড়াই ও শুকানোর কাজ করায় নির্দিষ্ট গতিতে গাড়ি চলানো যায় না। এমনকি রাস্তা পিচ্ছিল হয়ে থাকায় একটু অসতর্ক হলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে। যার ফলে রাস্তায় বাড়ে দুর্ঘটনা। প্রতিনিয়ত পত্রিকার পাতা কিংবা সচক্ষে এসব দুর্ঘটনার দেখা মেলে। আবার অনেকেই বলেন যে, বাড়িতে জায়গা না থাকায় রাস্তায় ধান মাড়াই করছে। কিন্তু এই মাড়াইয়ের কাজই কাল হয়ে দাড়াচ্ছে। একটুখানি সচেতন হলেই সড়কে বেঁচে যাবে মানুষের প্রাণ। মনে রাখতে হবে একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।
আর এই দুর্ঘটনার বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে। আর সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি করে কেউ যাতে যান চলাচলে বাধা ও জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কৃষকদের মধ্যে সচেতনতার সৃষ্টি করতে হবে পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।